অদিতি বর্মণ

কষ্ট (জুন ২০১১)

স্বপ্নবিলাস
  • ৭১
  • 0
  • ২০
আমি আাকাশ ছোঁব বলে,
চোখ রেখেছিলাম তোমার চোখে।
অনন্তকে অতিক্রম করব বলেই,
হেঁটেছিলাম পাশাপাশি-
শুধু তুমি,
আর আমি।

খুব মনে পড়ে,
মনে পড়ে খুব।
একদিন তুমি বলেছিলে,
অনিরূদ্ধ,তুমি যেন ক্যামন!
ক্যামন যেন তুমি!
অন্যরকম!!

তোমার কথায় আমি চমকে গিয়েছিলাম খুব।।
নিজের ভেতর কি এক অজানা অনুভুতি,
ছুঁয়ে গেল আদ্যোপান্ত-
আমার আমাকে।
নানা দৃষ্টিকোণ থেকে ভাবলাম,
আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম নিজেকে!

কত্তো কি মনে পড়ে আমার,
মনে পড়ে সব-
এক এক করে...।।

সেই অনিমেষ স্যারের ইশকুল
সেনবাড়ির বিশাল পুকুর,
তোমার লাল সোয়েটার,
ছোট কাকার আদুরে শাসন,
একে একে মনে পড়ে সব...।।


সেনবাবু হবার সাধ ছিল খুব,
হয়েছিও তাই।
এখন আমি অনেক বড় বাবু,
অণি বাবু।
নামের সাথে কত্তো কি জুড়ে!
শুধু তোমার নামটাই অধরা রয়ে গেল,
আমার অর্ধেক নাম যুক্ত হয়নি তাতে!

সবাই বলত-
অদিতি আর অনিরূদ্ধ,
খুব মিল আছে নাম দুটোতে।
বরাবরই লাজুক তুমি,
কী লজ্জাটাই না পেতে তখন-
এক ছুটে চলে যেতে আমার সামনে থেকে।

আমার ভাবতে ভালই লাগত,
একদিন নামদুটোর মাঝে ‘আর’ শব্দটি থাকবে না।
আমি হব অনিরূদ্ধ রায়,
আর তুমি
অদিতি অনিরূদ্ধ।।
এখনো আমি ভাবি,
শুধু সত্যি হলোনা সেই ভাবনাগুলো!
নাম দুটো আর এক হলোনা।
আমি ‘অনিরূদ্ধ’ অনিরূদ্ধই রয়ে গেলাম,
আর তুমি হলে_
অদিতি বর্মণ!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বপ্নবিলাস @ উপকুল: আন্তরিক ধন্যবাদ।
উপকুল দেহলভি কবিতাটি বেশ ভালো লাগলো; সত্য ও সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
স্বপ্নবিলাস @ বাঁধন: হ্যাঁ ভাই, সবই মনে পড়ে। মনে পড়ে সব.....
Muhammad Fazlul Amin Shohag সেই অনিমেষ স্যারের ইশকুল সেনবাড়ির বিশাল পুকুর, তোমার লাল সোয়েটার, ছোট কাকার আদুরে শাসন, একে একে মনে পড়ে সব...।।
স্বপ্নবিলাস ইফতেখার: ধন্যবাদ ভাই।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার সত্যিই, চরিত্র কেন্দ্রিক দারুণ একটি কবিতা! দুর্দান্ত! আর 'শিরোনাম'টি তো এক কথায় অসাধারণ!
স্বপ্নবিলাস পিটল: অনেক ধন্যবাদ চমতকার মন্তব্যের জন্য।
নিভৃতে স্বপ্নচারী (পিটল) vai lekhesen ki........atodin pori nai kano janina....pochonder talikai jog kore nilam.....amar pora best kobita gulor akta.....osadharon akkhep.......koster ak duronto prokas..........
স্বপ্নবিলাস @ সেলিনা; অনেক ধন্যবাদ কষ্ট করে পড়বার জন্য।
স্বপ্নবিলাস @ নোমান: বুকে কষ্ট পুষে রেখে লাভ নেই ভাই। অতীতকে ক্ষমা করুন এবং ভুলে যান সব। কী হয় এত কিছু মনে রেখে?? শুধু শুধু কষ্ট পুষে রাখা। ভাল থাকবেন।

০২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪